কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনার বিরুদ্ধে ‘জয়’ ঘোষণা করলেন কিম জং উন

সমকাল উত্তর কোরিয়া প্রকাশিত: ১১ আগস্ট ২০২২, ১০:০৩

করোনাভাইরাসের বিরুদ্ধে জয় ঘোষণা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।


দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ বৃহস্পতিবার এ তথ্য জানায়। খবর আলজাজিরার।


এদিকে এ মহামারির বিরুদ্ধে জয় ঘোষণার পর মে মাসে আরোপ করা বিধিনিষেধ প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।


স্বাস্থ্যকর্মী ও বিজ্ঞানীদের সঙ্গে করা এক বৈঠকে কিম ঘোষণা দেন, ‘মারাত্মক মহামারি রোগের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন হয়েছে।’


এদিকে তার বোন কিম ইও জং পিয়ংইয়ংয়ে হওয়া এ বৈঠকে অংশ নেন। এতে তিনি বক্তব্যও দেন। তার বক্তব্যে দেশটি করোনাভাইরাস ছড়ানোর জন্য দায়ী করেন দক্ষিণ কোরিয়াকে। সীমান্তে দক্ষিণ কোরিয়ার কর্মীদের ছুড়ে মারা পিয়ংইয়ংবিরোধী লিফলেটের কারণে এ মহামারি ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করা হচ্ছে।


ইও জং  বলেন, আমাদের কঠোরভাবে এর মোকাবিলা করতে হবে। আমাদের হাতে ইতোমধ্যে বেশকিছু পাল্টা পরিকল্পনা রয়েছে এবং আমাদের পাল্টা ব্যবস্থা মারাত্মক প্রতিশোধমূলক হতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও