কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বদহজমের কারণ ও প্রতিকার

দেশ রূপান্তর প্রকাশিত: ১১ আগস্ট ২০২২, ০৯:৪৮

বেশির ভাগ মানুষেরই কখনো না কখনো বদহজমের সমস্যা হয়। পাকস্থলীতে থাকা অ্যাসিড আপনার পাকস্থলীর আস্তরণ কিংবা গলায় জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। এ কারণে আপনার বদহজম হয় এবং জ্বালাপোড়া ও ব্যথা অনুভব করেন। এটি মারাত্মক কোনো কিছুর লক্ষণ নয়। আপনি নিজে নিজেই এর চিকিৎসা করতে পারেন। গর্ভবতী নারীদের প্রায়ই বদহজমের সমস্যা হয়। গর্ভধারণের ২৭ সপ্তাহের পর এ সমস্যা খুবই স্বাভাবিক। হরমোনের পরিবর্তনের জন্য বা গর্ভে বেড়ে ওঠা শিশু পেটে চাপ দেওয়ার কারণে এটি হতে পারে। এ ধরনের সমস্যায় একজন গর্ভবতী নারী ডাক্তারের অনুমতি ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না।


লক্ষণ


খাবার খাওয়া বা পানীয় পান করার পর যে লক্ষণগুলো দেখা দিতে পারে তা হলো বুক জ্বালাপোড়া করাÑ বিশেষত খাওয়ার পরে বুকে জ্বালাপোড়ার মতো যন্ত্রণা অনুভব করা। পেট ভরা বা ফুলে উঠেছে এমন বোধ করা। বমিভাব। ঢেকুর তোলা এবং বায়ু ত্যাগ করা। খাবার বা তিক্ত স্বাদের তরল মুখে উঠে আসা। বদহজমের আরও কিছু কারণ আছে। এর মধ্যে বিভিন্ন ওষুধ, ধূমপান, মদপান এক ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ, যার নাম Helicobacter pylori। এ ছাড়া মানসিক চাপ বদহজমের সমস্যা বাড়ায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও