কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সেমিকন্ডাক্টর খাতে স্বনির্ভরতার পরিকল্পনা সফল হচ্ছে কি

বণিক বার্তা প্রকাশিত: ১১ আগস্ট ২০২২, ০৮:৫৬

প্রায় বছর দেড়েক চেষ্টার পর বহুল প্রত্যাশিত যুক্তরাষ্ট্রের চিপস অ্যাক্ট অবশেষে পাস হয়েছে। সম্প্রতি হোয়াইট হাউজের রোজ গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এতে চূড়ান্ত সই করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় জনপ্রতিনিধি, শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও শিল্পপতিরা। কাঙ্ক্ষিত আইন পাস হলেও রাতারাতি সেমিকন্ডাক্টর খাতে যুক্তরাষ্ট্রকে নেতৃত্বের আসনে দেখছেন না সংশ্লিষ্টরা।


প্রতিনিধি পরিষদ ও সিনেটে অনুমোদনের পর বাইডেনের স্বাক্ষরে বিলটি আইনে পরিণত হয়। এর ফলে সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও ভর্তুকির জন্য ৫ হাজার ২০০ কোটি ডলার ও অন্যান্য সুবিধা উন্মুক্ত হয়েছে।


সিএনবিসির প্রতিবেদনে জানা যায়, চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্টে স্বাক্ষর অনুষ্ঠানে বাইডেন বলেন, ভবিষ্যৎ হচ্ছে ‘মেড ইন আমেরিকা’র। সেমিকন্ডাক্টর আবিষ্কারক দেশ যুক্তরাষ্ট্র এবং এ আইনের ফলে যুক্তরাষ্ট্রে আসছে সেমিকন্ডাক্টর শিল্প। তিনি আরো বলেন, প্রাপ্ত ভর্তুকি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে বা শেয়ার বাইব্যাক করায় ব্যয় করা যাবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও