কারসাজিতে লাগামহীন ডলারের রেকর্ড মূল্য

ঢাকা টাইমস বাংলাদেশ ব্যাংক প্রকাশিত: ১১ আগস্ট ২০২২, ০৭:৪৯

সরকার ও বাংলাদেশ ব্যাংকের কোনো উদ্যোগই দমাতে পারছে না ডলারের লাগামহীন ঊর্ধ্বগতি। খোলাবাজারে লাফিয়ে লাফিয়ে ডলারের মূল্যবৃদ্ধিতে টাকার মান গিয়ে ঠেকছে তলানীতে। বুধবার ডলারের দাম ওঠে দেশের ইতিহাসে সর্বোচ্চ ১২০ টাকায়।


আগের দিন এক ডলার কিনতে ক্রেতাকে গুনতে হয়েছিল ১১৫ টাকা। এক দিনের ব্যবধানে খোলাবাজারে ডলারের দাম ৫ টাকা বেড়ে হয়ে যায় ১২০ টাকা, যা সরকার নির্ধারিত দামের চেয়ে ২৫ টাকা বেশি।


রাজধানীর মতিঝিল, দিলকুশা, পল্টন, গুলশান এলাকায় বেশ কিছু মানি এক্সচেঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের নিয়মিত পরিদর্শনের ভয়ে বাজারে কমে গেছে অবৈধ ডলার বিক্রেতাদের সংখ্যা। আবার অনেকের কাছে ডলার থাকলেও ভয়ে তা খোলাবাজারে বিক্রি করতে আসছে না।


এ ছাড়া অনেক মানি এক্সচেঞ্জ হাউজে চাহিদা অনুযায়ী ডলার নেই বলে জানা গেছে। এসব কারণে ডলারের দাম বেড়েই চলছে।


বিসমিল্লাহ মানি এক্সচেঞ্জের কর্মকর্তা জাফর আহমেদ ঢাকা টাইমসকে বলেন, ‘আজ (বুধবার) ডলারের চাহিদা বেশি। সকাল থেকে দামও ঊর্ধ্বমুখী। দুপুরের পর ১১৯.৯০ থেকে ১২০ টাকায় বিক্রি করেছি প্রতি ডলার।’


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও