You have reached your daily news limit

Please log in to continue


তামিম ভেবেছিলেন, বাংলাদেশ ৩৫ ওভারের মধ্যে হেরে যাবে

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিম ইকবালের মুখে হাসিটা সেভাবে ফুটে উঠল না। জিম্বাবুয়ের বিপক্ষে আজ শেষ ম্যাচটা ১০৫ রানে জিতলেও ২–১ ব্যবধানে সিরিজ হার তার সম্ভাব্য কারণ হতে পারে।

তবে স্বস্ত্বিও আড়াল করেননি বাংলাদেশ অধিনায়ক। প্রথম ওয়ানডেতে দল ৩০৩ রান তুলেও হেরেছে, পরের ম্যাচে ২৯০ রানও জয়ের জন্য যথেষ্ট প্রমাণ করতে পারেননি বোলাররা। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ তুলেছে ৯ উইকেটে ২৫৬। স্বাভাবিকভাবেই এই সংগ্রহ নিয়ে তামিমের কপালে চিন্তার ভাঁজ পড়ার কথা।

তামিম সে কথা স্বীকারও করলেন, ‘যখন আপনি তিন শ (৩০৩) ও ২৯০ রান করেও হারবেন, তখন ২৫০ রান দুই শ–র মতো মনে হবে। ভেবেছিলাম, আমরা ৩৫ ওভারের মধ্যে হেরে যেতে পারি।’ এই দুশ্চিন্তা নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত ওয়ানডে সিরিজে জয়ের মুখ দেখেছেন তামিম। ৩২.২ ওভারে ১৫১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন