You have reached your daily news limit

Please log in to continue


রাতে অতিরিক্ত তাপমাত্রা ৬০% পর্যন্ত মৃত্যুহার বাড়াতে পারে: গবেষণা

জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে বৈশ্বিক তাপমাত্রা ক্রমবর্ধমানহারে বেড়ে চলেছে। তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে বাস্তুসংস্থানে দেখা দিচ্ছে নানান ধরনের জটিলতা। সম্প্রতি একদল গবেষক দাবি করেছেন, রাতেরবেলা পৃথিবীর ক্রমবর্ধমান তাপমাত্রা চলতি শতাব্দীর শেষ নাগাদ বিশ্বব্যাপী মৃত্যুহার ৬০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। জলবায়ু পরিবর্তন সম্পর্কিত মৃত্যুর ঝুঁকিতে রাতের উত্তাপ কতটা প্রভাব রাখে, তা নিয়ে এটিই প্রথম গবেষণা। 

রাতে তাপমাত্রা বৃদ্ধির কারণে ঘুমের স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে, যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর বিরূপ প্রভাব ফেলে। এটি কার্ডিওভাসকুলার রোগ, দীর্ঘস্থায়ী অসুস্থতা, প্রদাহ এবং মানসিক স্বাস্থ্যের জন্যও নানান ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। নতুন এই গবেষণায় এমনটিই দাবি করেছেন গবেষকরা। 

২০৯০ সালের মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া এবং জাপানের ২৮টি শহরে রাতের তাপমাত্রা গড়ে ৬৮.৭ ডিগ্রি ফারেনহাইট থেকে দ্বিগুণ হয়ে ১০৩.৫ ডিগ্রি ফারেনহাইট হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে গবেষণায়। 


চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষণার অন্যতম লেখক ড. হাইডং কান বলেন, "জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে যেসব স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে, তা মোকাবেলা করতে মানুষকে মানিয়ে নিতে হবে; আর আমাদের উচিত মানিয়ে নিতে বা এই অভিযোজন প্রক্রিয়ায় সহায়তা করতে পারে এমন কার্যকর উপায় তৈরি করা।" 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন