বাড়তি উপার্জনের আগে যা মাথায় রাখা দরকার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১০ আগস্ট ২০২২, ১৮:০১

কাজের পাশাপাশি বাড়তি কাজ যারা কখনই করেননি তাদের জন্য শুরুটা কীভাবে করবেন সেই সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে পারে।


কেউ হয়ত হাত খরচ যোগানো জন্য বাড়তি কাজ করেন, কেউ হয়ত দেনার দায় থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে।


শুধু যে বাড়তি আয় তা নয়; অনেকে কাজের পর অবসর কাটাতে, নিজের ব্যবসা দাঁড় করানোর চেষ্টায়, শৌখিনতা থেকেও বাড়তি কাজ করেন।


আবার হুট করে কিছু শুরু করাও হবে বোকামি, সাত পাঁচ ভেবে মাঠে নামতে হবে।


কতটুকু সময় দিতে পারবেন?


সব কাজ চট করে সেরে ফেলা যায় না। আবার কাজ শেষ হয়ে গেলেই কাজের স্থান থেকে বেরও হওয়া যায় না। মূল কাজ আর পাশাপাশি যে কাজ করছেন, দুয়ের জন্যই একটা নির্দিষ্ট সময় বেঁধে নিতে হবে। তবেই ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব।

যুক্তরাষ্ট্রে স্থাবর সম্পত্তি দেখভাল কাজের সঙ্গে যুক্ত এবং পাশাপাশি ‘রিয়েল এস্টেট ইনভেস্টর’ হিসেবে কাজ করেন ডানা বুল।


তিনি রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “একসঙ্গে দুটি কাজ করতে হলে অবশ্যই আপনার ধারাবাহিকতা বজায় রাখার মানসিকতা রাখতে হবে। ধারাবাহিকতা ছাড়া আপনি কোনো কাজেই সফল হতে পারবেন না। প্রথম দিকে সফলতা হয়ত আসবে না, নিজের কাজে নিজেই সন্তুষ্ট হতে পারবেন না। তাই বলে কাজ থামানো যাবে না। ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যান, সফলতা আসবেই।”


তিনি আরও বলেন, “কতটুকু বাড়তি সময় আপনার হাতে আছে তার ওপর নির্ভর করবে কোন ধরনের কাজ আপনি সেই সময়ে করতে পারবেন। দিনে মাত্র এক থেকে দুই ঘণ্টা সময় থাকলে ‘ব্লগিং’য়ের কাজ করা যেতে পারে। আরও বেশি সময় থাকলে অনলাইন-ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করার চেষ্টা করা যেতে পারে। যদি কোনো সময়ই আপনার হাতে না থাকে তবে অফিস যাতায়াতের পথে নিজের মোটরসাইকেল বা গাড়ি থাকলে ‘রাইডশেয়ার’ করতে পারেন। সব ধরনের মানুষের জন্যই কিছু না কিছু বাড়তি রোজগারের উপায় আছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও