কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভোট ঘনাচ্ছে, আওয়ামী লীগের এমপিদের সঙ্গে তৃণমূলের দ্বন্দ্বও বাড়ছে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১০ আগস্ট ২০২২, ১৬:৩১

“কিছু কিছু জায়গায় মন্ত্রী-এমপিরা আসলেই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে,” বললেন খোদ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ। অবশ্য নিজের নির্বাচনী আসনে তিনি কোণঠাসা স্বতন্ত্র সংসদ সদস্যের কাছে। তবে অনেক এলাকাতেই চলছে এমন দ্বন্দ্ব, যার এদিকে ক্ষমতাসীন দলটির সংসদ সদস্য, অন্যদিকে স্থানীয় নেতারা।


এমন দ্বন্দ্বকে আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের কেউ কেউ ‘প্রতিযোগিতা’ বলতে চাইলেও কেউ কেউ উদ্বিগ্ন। দলটির সাধারণ সম্পাদক অবশ্য বলছেন, নির্বাচনের সময় আর এসব দ্বন্দ্ব থাকবে না।


ইউনিয়ন পরিষদসহ স্থানীয় বিভিন্ন নির্বাচন নিয়ে মনোনয়ন বাণিজ্য, নিজের অবস্থান শক্ত করতে অন্য দলের লোক ভেড়ানো এবং তাদেরকে দলীয় পদ-পদবি পাইয়ে দেওয়ার মতো ছোটখাটো অনেক ঘটনায় আওয়ামী লীগের বহু সংসদ সদস্য এখন সমালোচিত দলীয় নেতাদের কাছেই। স্থানীয় নেতাদের কথায়, তারা এখন ‘এমপি লীগের হাতে জিম্মি’।


সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, এমন দ্বন্দ্ব ততই প্রকট হচ্ছে। এর সর্বশেষ নজির দেখা গেল গত ১৬ জুলাই জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের হাতাহাতিতে।


সংসদ সদস্য রাজী উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আর উপজেলা চেয়ারম্যান সাংগঠনিক সম্পাদকের পদে রয়েছেন। ঢাকায় হাতাহাতির পর এলাকায় দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়ায়। পরে দুজনের বিরোধ সামলাতে নামতে হয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ কেন্দ্রীয় নেতাদের।


দেবিদ্বারের স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আগামী সংসদ নির্বাচনে রাজী ফখরুলের পাশাপাশি আবুল কালামও নৌকা প্রতীকে প্রার্থী হতে চাইছেন। আর সেই কারণেই তাদের বিরোধ এখন প্রকাশ্যে আসছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও