কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাহমুদউল্লাহকেও হারাল বাংলাদেশ

প্রথম আলো প্রকাশিত: ১০ আগস্ট ২০২২, ১৬:০৬

আফিফ পার করাতে পারবেন বাংলাদেশকে?


বাংলাদেশের শেষ স্বীকৃত জুটি এটি। মাহমুদউল্লাহ ফেরার পর তাই চাপ আরও বেড়েছে আফিফের ওপর। যদিও শুরুটা আগের দিনের মতোই ইতিবাচক করেছেন তিনি। অবশ্য ২ রানে দাঁড়িয়ে জীবন পান, ইনোসেন্ট কাইয়াকে ফিরতি ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি।


তাঁর প্রথম বাউন্ডারি আসে লং অন দিয়ে মারা দারুণ এক ছয়ে। আগের দিন ৪১ বলে ৪১ রান করে ফেরা আফিফের ওপর দায়িত্বটা বেশি আজ আরও। ৩৯তম ওভার শেষে বাংলাদেশ ৫ উইকেট হারিয়েছে তুলেছে ১৮৪ রান, আফিফ অপরাজিত ৪৭ বলে ৩৬ রানে। তাঁর সঙ্গী মেহেদী হাসান মিরাজ।


আলগা শটে আউট মাহমুদউল্লাহ


৬৮ বল খেলার পর এমন আলগা শটে আউট—মাহমুদউল্লাহ নিজেকেই দুষতে পারেন শুধু। অফ স্টাম্পের বাইরের বলটা স্টাম্পেই ডেকে আনলেন মাহমুদউল্লাহ। আগের দিন বাংলাদেশকে ২৯০ পর্যন্ত নিয়ে যেতে সহায়তা করেছিলেন, তবে আজ শুরু থেকেই রান তুলতে ভুগতে থাকা মাহমুদউল্লাহ ফিরলেন ৩৫তম ওভারেই। ৬৯ বল খেলে মাহমুদউল্লাহ করেছেন ৩৯ রান, স্ট্রাইক রেট ৫৬.৫২। কমপক্ষে ৩৫ রান করেছেন, এমন ইনিংসগুলোতে এর চেয়ে কম স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন আর তিন বার।


১৭৩ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও