কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যখন স্নান করা মানা

প্রথম আলো প্রকাশিত: ১০ আগস্ট ২০২২, ১৫:৩৬

টানা ১০টি দিন আমাকে স্নানহীন থাকতে হবে, জানার পর থেকেই কী যে অস্থির লাগছিল। হুট করে, বিনা নোটিশে, আপনার জীবনেও আসতে পারে এ রকম স্নানবিহীন সময়। আমার বেলায় কারণ ছিল অস্ত্রোপচার। কারও জন্য হতে পারে দুর্ঘটনার কারণে গায়ে লাগানো প্লাস্টার। ব্যান্ডেজ, প্লাস্টার প্রভৃতি ভেজানো নিষেধ থাকে বলেই স্নানে এ ‘নিষেধাজ্ঞা’।


এ সময়ে রোগীর পুষ্টি, পথ্য প্রভৃতি নিশ্চিত করার পাশাপাশি তাঁর ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও মনের সতেজতার দিকেও খেয়াল রাখতে হবে। যে অংশ ভেজানো নিষেধ, সেটুকু বাদ দিয়ে বাকি অংশের যত্নআত্তি কীভাবে নিশ্চিত করা যায়, সে পরামর্শ দিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কলোরেক্টাল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ইসমাত লিমা।



  • পরিষ্কার ভেজা কাপড় দিয়ে শরীর মুছিয়ে দিন, প্রয়োজনে একাধিকবার। পোশাক বদলে দিন রোজ।

  • শরীর যাতে না ঘামে, সে ব্যবস্থাও করুন। প্রয়োজনে রোগীর ঘরে বাড়তি পাখার ব্যবস্থা রাখুন।

  • মাথায় কাটাছড়া না হয়ে থাকলে চুল ধুয়ে দিন। পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা করে দ্রুত চুল শুকাতে সাহায্য করুন।

  • চুল আঁচড়ে পরিপাটি করে রাখুন।

  • রোগীকে শুইয়ে শরীর না ভিজিয়ে শ্যাম্পু করিয়ে দিতে পারেন।

  • শরীরের যেসব অংশে ঘাম বেশি হয়, সেসব অংশ সাবানের ফেনা দিয়ে পরিষ্কার করে দিন। পরে ভেজা কাপড়ের সাহায্যে সাবান তুলে ফেলতে হবে।

  • রোগী স্নানঘরে যেতে পারলে সেখানে প্লাস্টিকের চেয়ার বা টুল দিয়ে তাঁকে বসান। তাঁর শরীরের কিছু অংশে পানি ঢেলে দেওয়া যায়।

  • কেবল হাত বা পায়ের সমস্যা থাকলে সে অংশ না ভিজিয়ে (পলিথিন পেঁচিয়ে) হতে পারে স্নান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও