কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশের ৫০ না হতেই তিন ব্যাটার সাজঘরে

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১০ আগস্ট ২০২২, ১৪:২২

জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশের স্বাদ কেমন, তা হয়তো ভুলেই গিয়েছিল বাংলাদেশ। তবে দীর্ঘ ২১ বছর পর আবার এরকম লজ্জাজনক সম্ভাবনার সামনে দাঁড়িয়ে টাইগাররা। এই লজ্জা এড়ানোর ম্যাচে ব্যাট করতে নেমে শুরুটা আশানুরূপ হয়নি লাল সবুজদের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে তিন উইকেটে ৬৮ রান।


হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। ফলে আগে ব্যাট করবে বাংলাদেশ। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। দুজনই করেন সাবধানী শুরু।


প্রথম ৮ ওভার তারা কাটিয়ে দেন কোনো বিপদ ছাড়াই। তবে নবম ওভারে বাধে বিপত্তি। এনগারাভার করা ওভারে ভুল বোঝাবুঝির শিকার হয়ে রান আউট হন তামিম। এর আগে ৩০ বলের মোকাবেলায় টাইগার অধিনায়ক করেন ১৯ রান।  এরপর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম যেন দলের বিপদ বাড়ানোর দায়িত্ব নিয়েই মাঠে নামেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও