জি-গ্যাস, ডি-ডিজেল, পি-পেট্রল
পছন্দ-অপছন্দের সূচক
মোট দেশজ উৎপাদন বা জিডিপির নেশা বেশি রাজনীতিবিদদের। অর্থনীতিবিদেরা যতই জিডিপির বিভ্রম থেকে দূরে থাকার পরামর্শ দিন, রাজনীতিবিদেরা তা থোড়াই কেয়ার করেন। কেননা অর্থনীতি নিয়ে রাজনৈতিক বক্তৃতা দিতে জিডিপি প্রবৃদ্ধির চেয়ে ভালো আর কোনো সূচক নেই। জিডিপি ও মাথাপিছু আয় বেড়েছে—এই তথ্যে রাজনৈতিক ফায়দা অনেক বেশি তুলে নেওয়া যায় বলেই মনে করা হয়।
জিডিপি যদি রাজনীতিবিদদের সবচেয়ে পছন্দের সূচক হয়, তাহলে সবচেয়ে অপছন্দের সূচক কী? এককথায় উত্তর হচ্ছে—মূল্যস্ফীতি। বলা হয়, রাজনীতিকে সবচেয়ে প্রভাবিত করে অর্থনীতির এই সূচকটি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০০৫ সালে গবেষণা করে বলেছিল, রাজনৈতিক অস্থিতিশীলতার সঙ্গে উচ্চ মূল্যস্ফীতির গভীর সম্পর্ক রয়েছে। জার্মানির অর্থনীতিবিদ রুডিগার ডর্নবুশ গবেষণায় দেখিয়েছেন, বিশ্বব্যাপী সরকারগুলোর শাসনামলে অর্থনৈতিক বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরাই মন্ত্রিসভার রদবদলের শিকার হন সবচেয়ে বেশি এবং তাঁদের মন্ত্রিত্বের মেয়াদকালের সঙ্গে মূল্যস্ফীতির হারের নেতিবাচক সম্পর্ক রয়েছে।