ইতিবাচক সব পক্ষ, ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার?

ঢাকা টাইমস বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রকাশিত: ১০ আগস্ট ২০২২, ০৯:২১

দেশের পুঁজিবাজারকে গতিশীল করতে কাজ করে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নিয়ন্ত্রক সংস্থার একের পর এক নেওয়া ইতিবাচক সিদ্ধান্ত পুঁজিবাজারকে আরও ভালো অবস্থানে নিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সম্প্রতি দেশের পুঁজিবাজারের বিনিয়োগ বাড়াতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের চার নির্দেশনা দেওয়া হয়। পুঁজিবাজারে চাহিদা বৃদ্ধি, বিনিয়োগকারীদের আস্থা তৈরিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও ডিএসইসহ ডিবিএর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানসহ বাজারের উন্নয়নে একসঙ্গে কাজ করার কথা বলা হয়।


সোমবার আচমকাই বিএসইসির ওয়েবসাইটে একটি জুয়ার লিংক দেখা যায়। বেটউইনার নামে সেই লিংক দেখে বিনিয়োগকারীদের মনে অস্থিরতা তৈরি হয়। তবে এ জুয়ার লিংকের বিষয়ে তদন্তে নেমেছে কমিশন। ওয়েবসাইট থেকে জুয়ার লিংক বাদ দেওয়ার পর সেটি কীভাবে সংযুক্ত হয়েছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও