ভারতে চুরি হওয়া মূর্তি ৫০ বছর পর পাওয়া গেল যুক্তরাষ্ট্রে
সময়টা ১৯৭১ সাল। ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যের একটি মন্দির থেকে প্রাচীন এক মূর্তি চুরি হয়ে যায়। মূর্তিটি ১২ শতকে তৈরি, অত্যন্ত দামি। এরপর ৫০ বছরের বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু হারানো মূর্তিটির খোঁজ পাওয়া যায়নি।
অবশেষে সেটির সন্ধান পাওয়া গেছে। তবে ভারতে নয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। হাজার হাজার মাইল পেরিয়ে চুরি হওয়া প্রাচীন মূর্তিটি কীভাবে যুক্তরাষ্ট্রে গেল, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। খবর বিবিসির।
প্রাচীন মূর্তিটি হিন্দু দেবী পার্বতীর। ৫২ সেন্টিমিটার লম্বা এ পাথুরে মূর্তি তামিলনাড়ুর নাদানাপুরেশ্বর শিবমন্দিরে ছিল। ওই মন্দির থেকে পাঁচটি মূর্তি চুরি হয়েছিল। তারই একটি এটি। সম্প্রতি মূর্তিটি বিক্রির জন্য নিলামে তুলেছে বোনহামস নিলামঘর। বোনহামস ব্যক্তিগত মালিকানায় থাকা একটি আন্তর্জাতিক নিলাম কেন্দ্র। মূর্তিটির দাম উঠেছে ২ লাখ ১২ হাজার ৫৭৫ ডলার।