ব্রাজিলের বিশ্বকাপ জার্সি উন্মোচন, বাজারে আসবে ১৫ সেপ্টেম্বর
বিশ্বকাপের সর্বোচ্চ শিরোপা জয়ী দল ব্রাজিল। পাঁচবারের সফলতম দলটি এবার কাতার বিশ্বকাপে যাবে ‘হেক্সা’ মিশনে। বিশ্বকাপে নেইমার-ভিনিসিয়ুসরা কোন জার্সি পরে মাঠ মাতাবেন, তা জানা গেছে। ব্রাজিল ফুটবল ফেডারেশন গতকাল আনুষ্ঠানিকভাবে তাদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছে।
ব্রাজিলের জার্সি ডিজাইন করেছে জার্সি প্রস্তুতকারক সংস্থা নাইকি। বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সিতে যথারীতি তাদের ক্ল্যাসিক হলুদ রং আছে। জার্সির কলার-হাতাতে সবুজ ও নীল রঙের ছোঁয়া আছে। যা দেশটির পতাকাকে প্রতিফলিত করেছে। নাইকি সেলেসাওদের জার্সিতে জাগুয়ারের (এক প্রজাতির চিতাবাঘ) মৃদু ছাপও রেখেছে। ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সির সঙ্গে আছে নীল রঙের জার্সিও। প্রিয় দলের জার্সি গায়ে চড়াতে হলে সমর্থকদের আরও এক মাসের বেশি অপেক্ষা করতে হবে। অ্যালিসন বেকার-জেসুসদের জার্সি ১৫ সেপ্টেম্বরে বাজারে ছাড়বে নাইকি।
২০০২ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। মাঝে পাঁচ বিশ্বকাপ শেষ হলেও নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের আশা অপূর্ণই থেকে গেছে। কাতার বিশ্বকাপে তারা এবার অন্যতম ফেভারিট হিসেবে যাবে। অভিজ্ঞ নেইমার-থিয়াগো সিলভাদের পাশাপাশি উদীয়মান ফুটবলার ভিনিসিয়ুস-রদ্রিগোরা দুর্দান্ত ছন্দে আছেন। তরুণ ও অভিজ্ঞদের দুরন্ত পারফরম্যান্স কোচ তিতেকে কাতার বিশ্বকাপ জয়ের আশা জোগাচ্ছে।