নেপালের নতুন কোচ মনোজ প্রভাকর
নেপাল জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার মনোজ প্রভাকর। গত জুলাইয়ে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করা পুবুদু দসানায়েকের স্থলাভিষিক্ত হলেন তিনি। পরে শ্রীলঙ্কান-কানাডিয়ান দসানায়েকে কানাডা জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন।
নেপালের দায়িত্ব নেওয়ার পর ৫৯ বছর বয়সী প্রভাকর এক বিবৃতিতে বলেছেন, ‘নেপালে ক্রিকেট নিয়ে আগ্রহ, তাদের মেধা ও স্কিল দেখার পর ক্রিকেট দলের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমি। আশা করি, তাদের শক্তিশালী একটি দল হিসেবে গড়ে তুলতে পারব।’
প্রভাকরের সামনে কাজটা খুব একটা সহজও নয়। এখন আইসিসি ক্রিকেট বিশ্বকাপের লিগ ২-এ খেলছে নেপাল। তবে ২০ ম্যাচ খেলার পর সাত দলের মধ্যে ছয়ে আছে তারা। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ বাছাইপর্বে গ্রুপ পর্বে শীর্ষে থাকলেও সেমিফাইনালে হেরে বাদ পড়ে তারা।
নেপালের দায়িত্ব নেওয়ার আগে কোনো জাতীয় দলের বড় পদে প্রভাকর ছিলেন ২০১৬ সালে। ২০১৫ সালে আফগানিস্তানের বোলিং কোচ হয়েছিলেন, কাজ করেছিলেন ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও। সেবার পরবর্তীতে চ্যাম্পিয়ন হওয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছিল আফগানিস্তান।
আরও পড়ুন
- ট্যাগ:
- খেলা
- নতুন কোড
- নেপাল ক্রিকেট