You have reached your daily news limit

Please log in to continue


‘সর্বকালের সেরা’ ৪ ফুটবলারের নাম জানালেন কেসি

চলতি মৌসুমে এসি মিলান থেকে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দিয়েছেন মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি। চার বছরের চুক্তিতে আইভরি কোস্টের এই তারকাকে দলে ভিড়িয়েছে কাতালান ক্লাবটি। সম্প্রতি বার্সা টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন কেসি, সেখানে জানিয়েছে তাঁর পছন্দের ফুটবলারদের নাম। বার্সা টিভিতে সাক্ষাৎকারকালে কেসির পছন্দের সর্বকালের সেরা চার ফুটবলারের নাম জানতে চাওয়া হয়েছিল।

উত্তরে কেসি বলেন, ‘আমার প্রিয় ফুটবল কিংবদন্তিরা হলেন- দিদিয়ের দ্রগবা, ইয়াইয়া তোরে, কলো তোরে এবং বৌবাকার ব্যারি। ’ পছন্দের ফুটবলার হিসেবে নিজ দেশ আইভরি কোস্টের খেলোয়াড়দেরই বেছে নিলেন কেসি। অনেক বার্সেলোনা সমর্থকদের চোখে, বার্সার সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। ২১ বছর ক্যাম্প ন্যুতে থেকে মেসি খেলেছেন ৭৭৮ ম্যাচ, করেছেন ৬৭২ গোল।

বার্সার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও তিনি। তবে কেসি তাঁর পছন্দের তালিকায় রাখেননি মেসিকে, উপেক্ষিত হয়েছেন সময়ের আরেক সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও। নাম আসেনি পেলে-ম্যারাডোনাও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন