ইউক্রেনে রাডার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা স্বীকার যুক্তরাষ্ট্রের

বাংলা ট্রিবিউন আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০৯ আগস্ট ২০২২, ১৩:৫৪

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, রাশিয়ার রাডার ব্যবস্থাকে নিশানা করতে ইউক্রেনীয় যুদ্ধবিমানের জন্য রাডার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে। সোমবার পেন্টাগন প্রথমবার এই বিষয়টি স্বীকার করলো। এর আগে ইউক্রেনে এমন কিছু পাঠানোর কথা জানানো হয়নি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।


প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি কলিন কাহল এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র কিছু সংখ্যক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। তবে যুক্তরাষ্ট্র কবে বা কতটি পাঠিয়েছে তা জানাননি। এমনকি কোন ধরনের রাডার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে তাও উল্লেখ করেননি।


প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, ইউক্রেনে এজিএম-৮৮ হাই-স্পিড-অ্যান্টি-র‍্যাডিয়েশন মিসাইল (হার্ম) পাঠানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও