মোটরসাইকেলে সব নিষেধাজ্ঞা কেন?
মোটরসাইকেল জনপ্রিয় বাহন এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তা নিয়ে আলোচনা বা সমালোচনা লেগেই আছে। ঈদুল আজহায় দেশের মহাসড়কে নির্দিষ্ট সময়ের জন্য মোটরসাইকেলের চলাচল সীমিত করা হয়েছিল, এছাড়াও পদ্মা সেতু ও এর এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের চলাচল নিষিদ্ধ করা হয়েছিল।
অনেক দেশেই এক্সপ্রেসওয়ে রোডে মোটরসাইকেলের চলাচল নিষিদ্ধ করা হয়েছে সড়ক নিরাপত্তার কথা বিবেচনা করে যেমন পাকিস্তান, ইন্দোনেশিয়া, সাউথ কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ভেনিজুয়েলা ইত্যাদি দেশে সব ধরনের এক্সপ্রেস রোডে মোটরসাইকেলের চলাচল নিষিদ্ধ, চায়নাতে ৭০ কিমি/ঘণ্টা-এর কমে এক্সপ্রেস রোডে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ, তাইওয়ানে এক্সপ্রেস রোডে ৫৫০ সিসি-এর কম ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ।