হাত-পা অবশ হওয়া রোগ জিবিএস
জিবিএস রোগের নামটি আমাদের কাছে অপরিচিত হলেও অনেকেই এই রোগে আক্রান্ত হচ্ছেন। গুলিয়ান-বারি-সিনড্রোম রোগটির সংক্ষিপ্ত নাম হলো জিবিএস। জিবিএস (গুলিয়ান-বারি-সিনড্রোম) হলো ইমিউন প্রতিক্রিয়াজনিত রোগ। ক্যামপাইলো ব্যাকটার জিকুনি নামক একটি ব্যাকটেরিয়ার আক্রমণের পর জিবিএস দেখা দেয়। সাধারণভাবে এটাই মনে করা হয়। এ রোগে আক্রান্ত হয়ে অনেকেই আকস্মিকভাবে অঙ্গপ্রত্যঙ্গ অবশ হয়ে যাওয়াসহ চলাফেরার সক্ষমতা হারায়। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, অপরিচ্ছন্নতা ও কীটনাশকযুক্ত খাবার গ্রহণ এবং সঠিক স্বাস্থ্যশিক্ষার অভাবে এ রোগে অনেকেই আক্রান্ত হচ্ছে।
লক্ষণ
সাধারণত দেখা যায় কয়েক দিন থেকে পাতলা পায়খানার সঙ্গে একটু জ্বর হয়। এর কয়েক সপ্তাহ পর হাত-পায়ে অবশ অবশ ভাব এবং ক্রমান্বয়ে হাত ও পায়ের শক্তি কমে যায়। এমনকি হাত-পা নাড়ানোর ক্ষমতা থাকে না। অর্থাৎ শরীরের পেশিগুলো অবশ হতে থাকে। আস্তে আস্তে শরীরের পেরিফেরি বা নিচের থেকে ওপরের অংশে আসতে থাকে। ভয়ের ব্যাপার হলো কিছু কিছু ক্ষেত্রে রেসপিরেটরি মাংসপেশি প্যারালাইজড হয়ে যায়। এর ফলাফল শ্বাস নিতে না পেরে ৫ থেকে ৬ শতাংশ রোগী অকালেই প্রাণ হারায়।