কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খাপ খাইয়ে চলার চেষ্টা করা ছাড়া উপায় কী?

বণিক বার্তা মো. আব্দুল হামিদ প্রকাশিত: ০৯ আগস্ট ২০২২, ০৯:৩৩

বড় অস্থির এক সময়ে বাস করছি আমরা। ব্যক্তি থেকে বিশ্ব পরিসরে এ অস্থিরতা দ্রুত ছড়িয়ে পড়ছে। তাছাড়া এর আওতাও বেশ ব্যাপক। প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সব দিকেই যেন মহাপ্রলয়ের সুর বাজছে। আমরা সবাই মিলে ধ্বংসের ক্ষণকে ত্বরান্বিত করতে যেন উদগ্রীব হয়ে উঠেছি। ফলে করোনা মহামারী থেকে উত্তরণের পথ খুঁজতে থাকাবস্থায় একের পর এক আসছে অভিঘাত। সামনে তাইওয়ানকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়লে হয়তো আনুষ্ঠানিকভাবে তৃতীয় বিশ্বযুদ্ধও দেখতে হবে। পারমাণবিক বোমার মালিকদের এমন দ্বন্দ্বের ফল দেখার জন্য আমরা টিকে থাকব কিনা তাও অনিশ্চিত।


অন্যদিকে, লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি, জীবনযাপনের অন্যান্য খাতে ব্যয় বৃদ্ধি এবং নানা অস্থিরতা প্রতিনিয়ত শঙ্কা বাড়াচ্ছে। সামনের দিনগুলো ঠিক কীভাবে চলবে কিংবা কী হতে যাচ্ছে, তা ভেবে সবার উদ্বিগ্নতা বাড়ছে। এখন কথা হলো—চাইলেই কি আমরা এ সংকটগুলো দূর করতে পারি? কিংবা এ সমস্যাগুলো থেকে নিস্তার পাওয়ার ক্ষমতা কি আমাদের হাতে রয়েছে? না, সামষ্টিক বিষয়গুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ফলে সেগুলোর সঙ্গে খাপ খাইয়ে চলার চেষ্টা করা ছাড়া উপায় কী? তবে অন্তত একটা দিক আমাদের হাতের মধ্যে রয়েছে। সেই দিকে আলোকপাত করাই আজকের নিবন্ধের উদ্দেশ্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও