কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মিটিওর লেক চিপের উৎপাদন পেছাল ইন্টেল

বণিক বার্তা প্রকাশিত: ০৯ আগস্ট ২০২২, ০৮:৩২

ফ্ল্যাগশিপ প্রসেসর মিটিওর লেকের উৎপাদন পিছিয়েছে যুক্তরাষ্ট্রের চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্টেল। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মিটিওর লেক প্রসেসরের উৎপাদন ২০২৪ সাল পর্যন্ত পেছানো হয়েছে। খবর গ্যাজেটস নাউ।


ট্রেন্ডফোর্সের তথ্যানুযায়ী, মিটিওর লেকের টিজিপিইউ চিপসেটটি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) কাছে সরবরাহের পরিকল্পনা করছে ইন্টেল। পণ্যটির বিপুল আকারে উৎপাদন এ বছরের দ্বিতীয়ার্ধে হওয়ার পরিকল্পনা ছিল। তবে পরবর্তী সময়ে পণ্য ডিজাইন ও প্রক্রিয়াকরণ কার্যক্রমে সমস্যা দেখা দেয়। এর জেরে উৎপাদন আগামী বছরের প্রথমার্ধে করার পরিকল্পনা স্থির হয়। তবে সম্প্রতি আবারো এক দফা পিছিয়েছে উৎপাদন। তথ্যানুযায়ী, বিশেষ কোনো কারণে উৎপাদন আগামী বছরের দ্বিতীয়ার্ধে করা হবে। ২০২৩ সালের জন্য ৩ ন্যানোমিটার উৎপাদন সক্ষমতা সম্পূর্ণ বাতিল করা হবে।


অন্যদিকে এ কারণে টিএসএমসির উৎপাদন সম্প্রসারণ পরিকল্পনা ব্যাহত হয়েছে। ফলে প্রতিষ্ঠানটি উৎপাদন সম্প্রসারণ প্রক্রিয়ার গতিও কমিয়েছে। ২০২৩ সাল পর্যন্ত বিলম্ব করার সিদ্ধান্তের বিষয়ে সরবরাহকারীদের জানানো হয়েছে। টিএসএমসির আশঙ্কা প্রতিষ্ঠানটির ২০২৩ ক্যাপএক্স পরিকল্পনায়ও এর প্রভাব পড়বে। অন্যদিকে ২০২৪ সালে অ্যাপলের নতুন আইফোনে ৩ ন্যানোমিটারের প্রসেসর ব্যবহার হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও