সমস্যার নাম টিনিটাস

প্রথম আলো প্রকাশিত: ০৮ আগস্ট ২০২২, ১১:২৫

কখনো মনে হয় কানে ঝিঁঝিঁ শব্দ হচ্ছে; কখনো মনে হয় ঢাক পেটাচ্ছে। চারদিক নিস্তব্ধ থাকার পরও কানে অস্বাভাবিক শব্দ শোনার এ সমস্যাকে বলা হয় টিনিটাস। বিশ্বে প্রতি ১০০ জনের মধ্যে ২০ জন এ রোগে আক্রান্ত। পুরুষেরা এ রোগে বেশি আক্রান্ত হয়। ঝিঁঝিঁ ও ঢাক পেটার শব্দ ছাড়াও এ রোগে আক্রান্ত ব্যক্তি শোঁ শোঁ শব্দ, ট্রেন চলার শব্দ, ঘণ্টার শব্দ ইত্যাদি শোনেন।


কারণ


কানের তিনটি ভাগ—বহিঃকর্ণ, মধ্যকর্ণ ও অন্তঃকর্ণ। টিনিটাসের কারণগুলোকে এসব ভাগ অনুযায়ী ব্যাখ্যা করা হয়।


বহিঃকর্ণজনিত সমস্যা: কানে ময়লা বা খইল জমা হলে;


মধ্যকর্ণজনিত সমস্যা: মধ্যকর্ণে পানি জমলে, কানের পর্দা ফেটে গেলে, কান পাকা রোগ হলে, অটোস্কেলেরোসিস অর্থাৎ


মধ্যকর্ণের অস্থি নাড়াচাড়া না করলে;


অন্তঃকর্ণজনিত সমস্যা: অন্তঃকর্ণের কোষের সমস্যার কারণে টিনিটাস হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও