ধান পাতার ফোস্কাপড়া রোগ দূর করবেন যেভাবে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২২, ০৮:৩৫
আমাদের দেশে এখন আধুনিক প্রযুক্তিতে ধান চাষ হচ্ছে। তাই বেশি ফলন ও লাভের জন্য ধান গাছের সঠিক পদ্ধতিতে যত্ন নিতে হবে। ধান গাছের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। এসব রোগের মধ্যে ধান পাতার ফোস্কাপড়া রোগ অন্যতম। ধান পাতার ফোস্কাপড়া রোগ দমনের উপায় জেনে নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা নিয়ে ধান পাতার ফোস্কাপড়া রোগ দূর করা সম্ভব।
ধান পাতার ফোস্কাপড়া রোগ একটি বীজবাহিত রোগ। ধান পাতার ফোস্কাপড়া রোগের লক্ষণ সাধারণত বয়স্ক পাতার আগায় দেখা যায়। মাঝে মাঝে পাতার মাঝখানে বা কিনারেও এ রোগ হতে পারে। দাগ দেখতে অনেকটা জল ছাপের মতো মনে হয় এবং বড় হয়ে অনেকটা ডিম্বাকৃতি বা আয়তাকার এবং জলপাই রঙের মতো মনে হয়। দাগের ভেতর গাঢ় বাদামি চওড়া রেখা এবং হালকা বাদামি রেখা পর পর বেস্টন করে থাকে। তাতে কিছুটা ডোরাকাটা দাগের মতো মনে হয়।