![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Feuro-20220808084308.jpg)
ছয় গোল দিয়ে গাম্পার ট্রফি জিতলো বার্সেলোনা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২২, ০৮:৪৩
মেক্সিকোর ক্লাব পুমাস উনামের জালে গোল উৎসব করে হুয়ান গাম্পার ট্রফির শিরোপা জিতলো বার্সেলোনা। প্রাক-মৌসুম প্রস্তুতির শেষ ম্যাচটিতে ৬-০ গোলের বড় ব্যবধানে জিতেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।
রোববার রাতে নিজেদের ঘরের মাঠে খেলা ম্যাচটিতে জোড়া গোল করেছেন তরুণ তারকা পেদ্রি। এছাড়া একবার করে বল জালে জড়ান রবার্ট লেওয়ানডস্কি, ওসুমানে দেম্বেলে, পিয়েরে এমেরিক আউবেমেয়াং ও ফ্রেংকি ডি ইয়ং।