‘বিউটি উইদাউট ব্রেইন’থেকে আলিয়ার ব্র্যান্ড হয়ে ওঠা

বণিক বার্তা প্রকাশিত: ০৮ আগস্ট ২০২২, ০৮:৪৩

১০ বছর আগে যাকে বলা হতো ‘বিউটি উইদাউট ব্রেইন’, তার মাথায়ই এখন সেরার মুকুট। ইন্সটাগ্রাম ফলোয়ার ৬ কোটি ৪৪ লাখ, টুইটারে ২ কোটি ১৫ লাখ ফলোয়ার আর ফেসবুক ফলোয়ার ৮৪ লাখ। শুধু সংখ্যায় নয়, ভক্তদের ভালোবাসায়ও আলিয়া ভাট এখন একটি ব্র্যান্ডের নাম। ২০১২ সালে বলিউড যাত্রা করা আলিয়া এখন ধীরে ধীরে উঠে গেছেন সাফল্যের শীর্ষে। নারীপ্রধান সিনেমা রাজির পরে গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি দিয়ে দ্বিতীয়বারের মতো তিনি নাম লিখিয়েছেন ১০০ কোটির ক্লাবে।


২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে সিনেমাজগতে পা রাখা এ অভিনেত্রী এখন পুরো বলিউডে পরিচিত ‘সুপারস্টার’ হিসেবে। সেই সঙ্গে দেশের সেরা সব অভিনয়শিল্পীর তালিকায়ও উঠে এসেছে তার নাম। বিভিন্ন প্রতিষ্ঠানের চিফ মার্কেটিং অফিসারদের মতে, আলিয়া শুধু বর্তমান জেনারেশনের সঙ্গেই সম্পৃক্ত নন, বরং তার অবস্থান পিরামিডের চূড়ায়। গত এক দশকব্যাপী নিজেকে এ ব্র্যান্ড হিসেবে গড়ে তুলেছেন আলিয়া। শিগগিরই গাল গাদোতের দ্য হার্ট অব স্টোন দিয়ে হলিউডে পা রাখতে যাচ্ছেন আলিয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও