আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সিনেমাটা দেখবে

বণিক বার্তা প্রকাশিত: ০৮ আগস্ট ২০২২, ০৮:৪১

খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। একাধিক সিনেমা নির্মাণ করেছেন তিনি, যার বেশির ভাগই বয়ে এনেছে আন্তর্জাতিক সম্মান। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ সিনেমাটি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ২০১৮ সালে ‘শনিবার বিকেল’-এর শুটিং শুরু হয়। সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা, ইরেশ যাকের, মামুনুর রশীদ প্রমুখ। ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি ও কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছেন এতে। শনিবার বিকেল নিয়ে সিনেমাপ্রেমীদের উৎসাহ ছিল তুঙ্গে। কিন্তু তাতে বাদ সাধে সেন্সর বোর্ড। ২০১৯ সালে সেন্সর বোর্ড প্রথমে ছবিটি প্রদর্শনের অনুমতি দিলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। জানানো হয়, মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত সিনেমাটি বাংলাদেশের শান্তিপ্রিয় জনপদের ভাবমূর্তি নষ্ট করতে পারে।



এ নিয়ে গতকাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি লিখেছেন, ‘আজকে সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল! এ রকম কত সকাল যে আমার গেছে। আমি একটা ছবি বানাইছি শনিবার বিকেল নামে। যেটা সেন্সর বোর্ড সদস্যরা দেখে বিভিন্ন পত্রিকায় ইন্টারভিউ দিয়ে বললেন, আমরা দ্রুতই সেন্সর সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও