![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-08%252F4c9efaa7-2250-4950-96a5-623aa8f1c228%252FUntitled_2.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
গাড়ি যখন ভালুকের নিয়ন্ত্রণে
গণমাধ্যমে মাঝেমধ্যেই ভালুকের কীর্তিকলাপ নিয়ে নানা খবর বেরোয়। আর এসব খবরের বড় একটা অংশই যুক্তরাষ্ট্রের। কয়েক দিন আগেও সেখানকার এক অতিকায় ভালুকের কাণ্ডকারখানা নিয়ে সংবাদ হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বাসাবাড়ির দরজা বা জানালা ভেঙে ভেতরে ঢুকে আসবাব তছনছ করত সেটি। ভালুকটিকে ঠেকাতে রীতিমতো মাঠে নামতে হয় সেখানকার পুলিশকে। এবার জানা গেল আরেক ভালুকের কাণ্ডের কথা।
এ নিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউপিআই গত শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, মনটানা অঙ্গরাজ্যের এক দম্পতি নতুন গাড়ি কিনতে বাজারে গিয়েছিলেন। এ সময় তাঁদের গাড়িটি রেড লজ শহরের বাসার বাইরে পার্ক করা ছিল। তাঁরা বাড়ি ফিরে দেখেন, তাঁদের গাড়ি একটি ভালুকের ‘দখলে’।
মাইক পিলাটি ও মারিয়া পিলাটির বাড়িতে ঘটে এই ঘটনা। তাঁরা জানান, ঘটনাটি ছিল গত বুধবার রাতের। মা ভালুকটি যখন গাড়ির ভেতরে ছিল, তখন তার বাচ্চাগুলো ওই গাড়ির কাছাকাছিই ছিল।