ঝুলে গেছে প্লাস্টিক শিল্পনগরী প্রকল্প
রাজধানীর ঘিঞ্জি এলাকা থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার জন্য ২০১৫ সালের জাতীয় নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদন দেওয়া হয় বিসিক প্লাস্টিক শিল্পনগরী প্রকল্পের। মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্ত্তা মৌজায় ৫০ একর জমিতে এ প্রকল্পের মাধ্যমে প্লাস্টিক কারখানার আলাদা জোন হওয়ার কথা। তবে অনুমোদনের সাত বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত জমি অধিগ্রহণই হয়নি।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুরান ঢাকার চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭১ জন প্রাণ হারান। ওই ঘটনার পর সরকার দ্রুত সেখান থেকে কারখানা স্থানান্তরের সিদ্ধান্ত নেয় এবং প্রকল্প হাতে নেয়। গত বছরের জুনে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে মুন্সীগঞ্জের জেলা প্রশাসককে গত বছরের জুনে ২১৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। কিন্তু জমি অধিগ্রহণ করতে পারেনি জেলা প্রশাসন। প্রকল্পের ৫০ একর জমির মধ্যে ৩৩ একর সরকারি খাসজমি। বাকি ১৭ একর স্থানীয় বাসিন্দাদের। ফলে কয়েকবার জেলা প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়ে গেলেও জমি অধিগ্রহণ করতে পারেনি। স্থানীয় লোকজন জমি অধিগ্রহণে বাধা দিচ্ছে। জানা গেছে, এ খাসজমিতে বর্তমান ও সাবেক আমলাদের একটি অংশ 'ডিসি নিবাস' (জেলা প্রশাসক) নামে আবাসন প্রকল্প করতে চান। বিষয়টি শিল্প মন্ত্রণালয়ও জানে। যদি 'ডিসি নিবাস' স্থাপনের কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি। প্লাস্টিক খাতের উদ্যোক্তাদের কেউ কেউ নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, তাঁরাও শুনছেন, সেখানে ডিসিদের জন্য আবাসিক এলাকা নির্মাণে একটি পক্ষ তৎপরতা চালাচ্ছে।