‘মানুষ নাকি রাস্তায় নামে না, এখন তো দেখলেন, রাস্তায় নামলে পুলিশ গুলি করে মেরে ফেলে’
পুলিশের গুলিতে ভোলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখা। এ জন্য আজ রোববার সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের সামনে প্রায় আধা ঘণ্টা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ফোরামের নেতা–কর্মীরা।
ভোলা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সালাউদ্দিন হাওলাদার বলেন, ৩১ জুলাই বিএনপির ডাকা সমাবেশটি ছিল এ দেশের সাধারণ মানুষের পক্ষে। তেল-গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে। এ দাবি এ দেশের সবার। সংবিধান অনুযায়ী, যেহেতু এটি গণপ্রজাতন্ত্রী একটি দেশ, তাই সরকারের কাছে মানুষের ন্যায়সংগত দাবি করা সাংবিধানিক অধিকার। প্রশাসন যদি মনে করে, এমন দাবি করলে সমস্যা হতে পারে, তাহলে সেখানে ১৪৪ ধারা জারি করতে হবে। কিন্তু সেদিন (৩১ জুলাই) পুলিশ-প্রশাসন থেকে বিএনপির সমাবেশ নিষিদ্ধ করা হয়নি। তাহলে সেদিন জনতার ওপর কেন গুলি ছোড়া হলো?
সালাউদ্দিন হাওলাদার আরও বলেন, সাংবিধানিকভাবেই জনগুরুত্বপূর্ণ দাবি আদায়ে আন্দোলন-সংগ্রাম হবে। পুলিশ সুপার সংবিধানবিরোধী কথা বলেছেন। তারপরও কোনো গন্ডগোল বেধে গেলে যদি গুলি চালাতে হয়, তাহলে পায়ে গুলি করার নিয়ম, কিন্তু পুলিশ মাথায় গুলি করেছে, লাঠির আঘাত করেছে। খুনের উদ্দেশ্যে এভাবে গুলি করেছে পুলিশ। লোকে বলে, মানুষ নাকি রাস্তায় নামে না, এখন তো দেখলেন, রাস্তায় নামলে পুলিশ গুলি করে মেরে ফেলে।