একাদশে জায়গা হলো না রোনালদোর
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগের প্রিমিয়ার লিগ অধ্যায় শুরু হচ্ছে আজ থেকে। রোববার সন্ধ্যা ৭টায় ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ব্রাইটনের মুখোমুখি হচ্ছে রেড ডেভিলরা।
লিগের ২০২২-২৩ মৌসুমের প্রথম ম্যাচে টেন হাগের একাদশে জায়গা হয়নি ম্যানইউর সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। মার্কাস রাশফোর্ডকে আক্রমণভাগে রেখে একাদশ সাজিয়েছেন ডাচ কোচ।
৪-২-৩-১ ফরম্যাটে ক্রিস্টিয়ান এরিকসেনকে আক্রমণভাগে রেখেছেন টেন হাগ। ব্রেন্টফোর্ড থেকে চলতি মৌসুমে ওল্ড ট্রাফোর্ডে এসেছেন ড্যানিশ তারকা। আর লিগের প্রথম ম্যাচেই সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নামছেন তিনি।
চ্যাম্পিয়নস লিগ খেলার জন্য এই মৌসুমের শুরুতে ম্যানইউ ছাড়তে চেয়েছিলেন রোনালদো। তবে তাঁর সেই আশা পূরণ হয়নি। অনেক জল্পনা-কল্পনা শেষে ওল্ড ট্রাফোর্ডে থেকে যেতে হচ্ছে পর্তুগিজ উইঙ্গারকে। প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া সফরে অনুপস্থিত ছিলেন তিনি।