কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘মজুত টিকা থেকে দ্বিতীয় ডোজ না নিলে বুস্টার ডোজ নয়’

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৭ আগস্ট ২০২২, ১৭:২৮

করোনা কিছুটা কমেছে। তবে এখনো দু-চারজন মারা যাচ্ছেন। যাঁরা মারা যাচ্ছেন, তাঁদের অধিকাংশই করোনার টিকা নেননি। এখন টিকা না নিলে হাতে মজুত টিকার মেয়াদ দ্রুতই শেষ হয়ে যাবে। মেয়াদ থাকতে দ্বিতীয় ডোজ টিকা না নিলে তাঁরা পরবর্তী সময়ে আর বুস্টার ডোজ নিতে পারবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। 



আজ রোববার সকালে রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘করোনা এখনো পুরোপুরি বিদায় নেয়নি। অথচ এখনো অনেকেই প্রথম ডোজ নেননি। যেকোনো সময় সংক্রমণ বাড়তে পারে। নিজেকে এবং একই সঙ্গে দেশকে বিপদমুক্ত রাখতে সবার করোনার টিকা নেওয়া উচিত।’ 



স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য করোনার টিকা কার্যক্রম ১১ আগস্ট পরীক্ষামূলকভাবে এবং ২৬ আগস্ট পুরোদমে শুরু হবে। আমাদের হাতে এই মুহূর্তে শিশুদের জন্য প্রায় ৩০ লাখ ডোজ ভ্যাকসিন আছে। এগুলো দিয়ে আমরা ৫ থেকে ১১ বছর বয়সী মধ্যে ১৫ লাখ শিশুকে টিকা দিতে পারব। পরবর্তী সময়ে শিশুদের জন্য আরও টিকা আনা হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও