পাওলি ফিরছেন সুলোচনা হয়ে
ঋতুপর্ণ ঘোষের ‘ব্যোমকেশ’ সিনেমায় সত্যবতী হওয়ার কথা ছিল পাওলি দামের। তবে শেষ পর্যন্ত সিনেমাটি হয়নি। অনেক বছর পর অরিন্দম শীলের ব্যোমকেশ সিনেমায় যুক্ত হয়ে সে আক্ষেপ অনেকটাই ঘুচেছে পাওলির। ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’ মুক্তি পাবে ১১ আগস্ট। এতে সুলোচনা চরিত্রে অভিনয় করেছেন পাওলি। ‘অভিযান’-এর অতিথি চরিত্রটি বাদ দিলে দুই বছর পর কোনো বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে পাওলির। অভিনেত্রী বলেন, ‘করোনার পরে এটাই আমার প্রথম বড়পর্দার রিলিজ। আমি খুব খুশি। বিশেষ করে অরিন্দমদার (শীল) সঙ্গে আমার প্রথম কাজ। বহুবার অরিন্দমদার সঙ্গে সিনেমা নিয়ে কথা হয়েছে। তাঁর প্রথম সিনেমা ‘‘আবর্ত’’-র সময়ও কথা হয়েছিল, কিন্তু তখন করা হয়নি।’
এবারে কীভাবে সুযোগ মিলল? পাওলি বলেন, ‘এটা খুব ভালো টিম। স্ক্রিপ্টটা খুব ভালো লেগেছিল। তার ওপর ব্যোমকেশ ফ্র্যাঞ্চাইজি। আবির, সোহিনী, সুহোত্র, কিঞ্জল, অর্ণসহ অনেকেই আছেন। সব মিলিয়ে আমার ভালো লেগেছিল।’
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘বিশুপাল বধ’-এর গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’ সিনেমায় সুলোচনা খুবই গুরুত্বপূর্ণ চরিত্র।
পাওলি বলেন, ‘সুলোচনা প্রথমত নাট্যকর্মী। ছোট একটা চরিত্র দিয়ে শুরু করে থিয়েটারে প্রখ্যাত ব্যক্তিত্ব হয়ে ওঠে সে। তাকে ঘিরে অনেক নাটক হিট করেছে। বাংলা বাণিজ্যিক থিয়েটারে সে বড় নাম। চরিত্রটা এমন ধাঁচের।’