আফিফকে ফিরিয়ে জুটি ভাঙলেন রাজা
আফিফকে ফিরিয়ে জুটি ভাঙলেন রাজা
আগের ওভারে রান আউটের সুযোগ হাতছাড়া করে সিকান্দার রাজা বোলিংয়ে এসেই পেলেন আফিফ হোসেনের উইকেট। ভাঙলেন ৮২ বল স্থায়ী ৮১ রানের জুটি।
অফ স্পিনারের বল রিভার্স সুইপ করতে চেয়েছিলেন আফিফ। ঠিক মতো খেলতে পারেননি তিনি, সহজ ক্যাচ যায় শর্ট থার্ড ম্যানে।
৪১ রানে জীবন পাওয়া আফিফ ফিরলেন ওই রানেই। তার ৪১ ইনিংস গড়া চারটি চারে। তার বিদায়ে তিনশ রান আরও অনেক দূরের পথ হয়ে গেল বাংলাদেশের জন্য।
৪৪ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ২৩৩। ক্রিজে মাহমুদউল্লাহর সঙ্গী মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের দুইশ
বাংলাদেশ রান একশ ছুঁয়েছিল ১৮তম ওভারে, রান দুইশ হলো ৪০তম ওভারে। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের রান রেট ছিল ছয়ের উপরে, এক পর্যায়ে সেটা নেমে এসেছিল ৪.৭৫-এ।
আফিফ হোসেনের ব্যাটে রান রেট পাঁচের উপরে গেছে। তবে এখান থেকে তিনশ রান অনেক দূরের পথ। এরপর আর কোনো বিশেষজ্ঞ নেই। তাই মাহমুদউল্লাহ ও আফিফের উপর নির্ভর করছে অনেক কিছু।
৪০ ওভারে বাংলাদেশের রান ২০৬। ৩৪ বলে ৩৫ রানে খেলছেন আফিফ। ৫০ বলে মাহমুদউল্লাহর রান ২৭।