সিনেমায় অভিনয় করতেই হবে- এটা ভাবি না: মৌটুসী

সমকাল প্রকাশিত: ০৭ আগস্ট ২০২২, ১২:২৩

মৌটুসী বিশ্বাস। অভিনেত্রী ও উপস্থাপক। দীপ্ত টিভিতে আজ প্রচার হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক 'আগুন পাখি'। এ নাটক, বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে-


মৌটুসী বিশ্বাস : কালজয়ী সাহিত্যের যে কোনো চরিত্র পর্দায় তুলে ধরা চ্যালেঞ্জিং। গল্পের প্রেক্ষাপট, সেই সময়ের মানুষের জীবনযাপন, সামাজিক অবস্থান থেকে শুরু করে নানা বিষয় মাথায় রাখতে হয়। এরপর চরিত্রকে আত্মস্থ করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সাবলীলভাবে অভিনয় করে যাওয়া মোটেও সহজ নয়। 'আগুন পাখি' নাটকে অভিনয় করা আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল এ কারণে যে, এতে দেশভাগের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলন, ধর্মীয় ভেদাভেদ থেকে দেশভাগ, শিকড় উপড়ে এক ভূখণ্ড থেকে আরেক ভূখণ্ডে পা রাখার মতো ঘটনাগুলো এতে উঠে এসেছে। হাসান আজিজুল হকের গল্পের যে বুনন- সেটা যেন অক্ষুণ্ণ থাকে, সেদিকেও নির্মাতা পারভেজ আমিনকে লক্ষ্য রাখতে হয়েছে। পাশাপাশি শুটিংয়ের জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে ছুটে যাওয়া, বিরূপ আবহাওয়ার মধ্য থেকে কাজ চালিয়ে যাওয়া- এ সবকিছু মিলিয়ে 'আগুন পাখি' আমার ক্যারিয়ারে ব্যতিক্রমী একটি কাজ হয়ে উঠেছে।


সিনেমায় অভিনয় করতেই হবে- এটা ভাবি না। তবে মনের মতো চরিত্র পেলে অভিনয় করব। সাহিত্যনির্ভর কাজেই আমার দুর্বলতা বেশি। সাহিত্যের কালজয়ী চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে তা ফেরাব না। পর্দায় চরিত্রের ব্যাপ্তি সীমিত হলেও অভিনয়ে রাজি আছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও