ক্রোয়েশিয়ায় বাস দুর্ঘটনায় পোল্যান্ডের ১২ নাগরিক নিহত

সমকাল ক্রোয়েশিয়া প্রকাশিত: ০৬ আগস্ট ২০২২, ২১:০১

ক্রোয়েশিয়ার উত্তর-পশ্চিম ভ্যারাজডিন এলাকার কাছাকাছি পোল্যান্ডের নাগরিকদের বহনকারী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ১২ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৮ জনের অবস্থা গুরুতর। 


শনিবার স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী এবং স্বাস্থ্যসেবীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। বাসটির সব যাত্রী একটি উপাসনালয়ে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে। খবর রয়টার্সের।


ক্রোয়েশিয়ার ইমার্জেন্সি মেডিকেয়ার ইনস্টিটিউটের পরিচালক মাজা গ্রবা-বুজেভিচ বলেছেন, আমাদের এখানে ৪৩জনকে আনা হয়েছে, এর মধ্যে ১২ জন মৃত। 


পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র দেশটির বেসরকারি প্রচারমাধ্যম টিভিএন২৪ কে বলেছেন, আমরা এটা নিশ্চিত হয়েছি দুর্ঘটনায় হতাহত সবাই পোলিশ নাগরিক। বাসটির পোল্যান্ডের ওয়ারশ থেকে লাইসেন্স নেওয়া ছিল। 


ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাভোর বোজিনোভিচ সাংবাদিকদের বলেছেন, বাসটিতে বয়স্ক তীর্থযাত্রী ছিল। তারা দক্ষিণ বসনিয়ার মেদজুগোর্জের একটি রোমান ক্যাথলিক উপাসনালয়ে যাচ্ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও