রোমাঞ্চকর মৌসুমের অপেক্ষায় রামোস

প্রথম আলো প্রকাশিত: ০৬ আগস্ট ২০২২, ১৯:৩২

ক্লেরমোঁর বিপক্ষে ম্যাচ দিয়ে পিএসজির ফ্রেঞ্চ লিগ ‘আ’ শুরু হতে যাচ্ছে আজ। লিগে নিজেদের নতুন মৌসুম শুরুর আগে একটু যেন রোমাঞ্চ অনুভব করছেন প্যারিসের দলটির স্প্যানিশ ডিফেন্ডার সের্হিও রামোস। গত মৌসুমে চোটের কারণে পিএসজির হয়ে খুব বেশি মাঠে নামতে পারেননি তিনি। এবার দলের হয়ে তাই বাড়তি অবদান রাখার লক্ষ্য নির্ধারণ করেছেন রামোস।


রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক বার্নাব্যু ছেড়ে প্যারিসকে ঠিকানা বানিয়েছেন গত মৌসুমে। কিন্তু প্রথম মৌসুমে চোটের কারণে বেশির ভাগ সময়েই থাকতে হয়েছে মাঠের বাইরে। স্পেনের হয়ে ২০২০ ইউরো খেলতে না পারা রামোস পেশাদার ফুটবলে গত মৌসুমে মাঠে নেমেছেন মাত্র ১২ ম্যাচে। এ ম্যাচগুলো খেলেছেন লিগ ‘আঁ’তে। ২০০৪ সালে সেভিয়ার হয়ে পেশাদার ফুটবল শুরুর পর এক মৌসুমে এটাই তাঁর সর্বনিম্ন ম্যাচ খেলার উদাহরণ।


গত মৌসুমের ঘাটতিটা এবার পুষিয়ে নিতে চান রামোস। নতুন মৌসুমে এরই মধ্যে অবশ্য পিএসজির হয়ে খেলেছেন তিনি। মৌসুম শুরু করেছেন ফ্রেঞ্চ সুপার কাপ জিতে। এ নিয়ে বেশ খুশিও রামোস, ‘একটি শিরোপা জিতে মৌসুম শুরু করতে পেরে ভালো লাগছে। এর চেয়ে ভালো ব্যাপার হচ্ছে শারীরিক দিক থেকে ভালো অনুভব করছি। আশা করছি, রোমাঞ্চকর একটি মৌসুম কাটবে।’


পিএজির নতুন কোচের অধীন ভালো কিছু অপেক্ষা করছে বলেও মনে করেন রামোস, ‘এই মুহূর্তে আমরা ভালো করছি। তবে নিজেদের আরও ভালোভাবে গড়ে তোলার জন্য আরেকটু সময় লাগবে। সময় লাগবে নতুন পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতেও।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও