You have reached your daily news limit

Please log in to continue


বেবি বাম্প নিয়ে প্রচারে হাজির আলিয়া, পাশে রণবীর

সম্প্রতি বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে ‘ব্রহ্মাস্ত্রের’ প্রচারমূলক ইভেন্টে তার বেবি বাম্পসহ দেখা যায়। তখন স্বামী রণবীর কাপুর তার সঙ্গেই ছিলেন। বাদামী রঙের পোশাকে আলিয়া ভাটকে চমৎকার লাগছিল।

গত বৃহস্পতিবার (৪ আগস্ট) হাইওয়ে অভিনেত্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ‘আস্ক মি এনিথিং’ সেশনের আয়োজন করেন। যেখানে একজন নেটিজেন সিনেমায় আলিয়ার সহঅভিনেতা রণবীরের সেরা বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চান। যার উত্তরে তিনি বলেন, ‘কাজ করার জন্য রণবীর একেবারে সহজ মানুষ। খুব সময়নিষ্ঠ। একজন অভিনেতা হিসাবে পুরোটাই দেয় এবং তিনি কখনই সেট ছেড়ে যায় না। তার শৃঙ্খলাবোধও অসাধারণ। ‘

এদিকে, আলিয়া ভাটের অভিনীত ‘ডার্লিংস’ সমালোচকদের প্রভাবিত করেছে। সহকর্মীরাও তার প্রথম প্রযোজনার জন্য বেশ প্রশংসা করেন। গতকাল ধুমধাম করে মুক্তি পেয়েছে ছবিটি। গুডলাক জেরি তারকা জাহ্নবী কাপুরের মন্তব্য, ছবিটি দেখে তিনি রীতিমতো বিস্মিত। এ ছাড়াও জাহ্নবী সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টে লিখেন, এটা আলিয়ার জন্য আরেকটি বিজয়। গর্ব করার মতো একটি চলচ্চিত্র। যেখানে আলিয়ার অভিনয় তার অতুলনীয় প্রতিভাকে সম্পূর্ণ প্রকাশ করে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন