ডাকঘর ডাইনোসরের মতো চিরতরে হারাবে না: মোস্তাফা জব্বার

ঢাকা টাইমস রাজৈর প্রকাশিত: ০৬ আগস্ট ২০২২, ১৮:২৯

ডাইনোসর প্রাণী যেভাবে বিলুপ্ত হয়েছে সেভাবে আমাদের ডাকঘর চিরতরে হারিয়ে যাবে না বলে দাবি করেছেন ডাক ও টেলি-যোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি শনিবার দুপুরে মাদারীপুর রাজৈর উপজেলায় প্রায় ৭৭ লাখ টাকা ব্যয়ে পুনর্নির্মিত ডাকঘর ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।


মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, 'বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ডাকঘর। এ কারণে গ্রাহকের দোর গোড়ায় প্রযুক্তিগত ও আধুনিক সেবা দেওয়ার লক্ষ্যে সারা দেশের ডাক ঘরগুলোকে ডিজিটাল করা হবে। ডিজিটাল ডাক সেবা চালু হলে কারো কোনো অভিযোগ থাকবে না। ডাক ঘরগুলোর আমূল পরিবর্তন করা হবে।'


তিনি আরও বলেন, 'এক সময়ে চিঠিপত্র ছাড়া যোগাযোগের কোনো মাধ্যম ছিল না। এখন প্রযুক্তিগত পরিবর্তন হয়েছে, আমার ডাকঘর ডিজিটাল হচ্ছে এবং প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে চলছে।'


তিনি আরও বলেন, 'বাংলাদেশটা আসলে একটা সোনা ফলা দেশ। আমাদের মায়েরা এই সোনার বাংলা গড়ে তোলার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করবে।' এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করীম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুজ্জামানসহ ডাক বিভিাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এক মুক্ত আলোচনায় মন্ত্রী বক্তব্য রাখেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত