ফ্রান্সে খরা, বিভিন্ন শহরে পানির সংকট
ফ্রান্সে ভয়াবহ খরার প্রভাবে শতাধিক পৌরসভায় পানির সংকট দেখা দিয়েছে। সংকট সমাধানে ফরাসি সরকার একটি দল গঠন করেছে। বিবিসি জানিয়েছে, পানির সমস্যা দূর করতে ওইসব এলাকায় ট্রাকে করে পানি পৌঁছে দেওয়া হচ্ছে। ইকোলজিক্যাল ট্রান্সজিশন মন্ত্রী ক্রিস্টোফি বেচু বলেন, পানি প্রবাহিত পাইপগুলোতে কোনো পানি অবশিষ্ট নেই।
দেশটির প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বলা হয়েছে ফ্রান্সে খরা ভয়াবহ আকার ধারণ করেছে। ৯৩ টি এলাকায় পানি ব্যবহারে সতর্কতা জারি করা হয়েছে। এ সমস্যা আগামী দুই সপ্তাহ অব্যাহত থাকতে পারে। এএফপি জানিয়েছে, ফ্রান্সের রাষ্ট্রীয় বিদ্যুৎ কম্পানি অতিরিক্ত গরমের কারণে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমিয়ে দিয়েছে। নদীর পানির তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে সমস্যা দেখা দেওয়ার কারণে তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফ্রান্সের যেভাবে খরা শুরু হয়েছে তাতে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পানি সংকট
- পানি সঙ্কট
- পানি সমস্যা
- খরা