যৌন রোগের ১০টি লক্ষণ
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২২, ১২:১১
যৌনরোগ মানেই শুধুমাত্র এইড্স নয়। মানব দেহের প্রতিটি অঙ্গে আলাদা-আলাদা রোগ হয়ে থাকে। ঠিক তেমন কিছু সমস্য যৌনাঙ্গেও হয়ে থাকে। যৌনরোগ বা যৌন সংসর্গের ফলে সংক্রামিত রোগের সংখ্যা একেবারে কম নয়। ঠিক সময়ে চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে।
সব সময় যে অবাধ সঙ্গমের ফলেই এই ধরনের রোগ হয় তা নয়, কোনো একজন আক্রান্ত ব্যক্তির সঙ্গে বহুবার শারীরিক সম্পর্কের ফলেও এই রোগ হতে পারে। নারী-পুরুষ উভয়েই সমানভাবে আক্রান্ত হতে পারেন এই সব রোগ থেকে। জেনে জেনে নেয়া যাক ১০টি যৌন রোগের নাম ও লক্ষণ। গনোরিয়া সচরাচর ক্ল্যামিডিয়া এবং গনোরিয়া একই সঙ্গে হয়। যোনি বা পুরুষাঙ্গ থেকে অস্বাভাবিক ক্ষরণ, মূত্রত্যাগ করার সময় যন্ত্রণা ইত্যাদি এই রোগের লক্ষণ। চিকিৎসা না করলে সারা শরীরে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে এই রোগ।
- ট্যাগ:
- লাইফ
- যৌনরোগ
- যৌনতৃপ্তি
- নিরাপদ যৌনতা