কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গ্যালারির নামকরণ সিরিয়াল কিলারের নামে, ইংলিশ ক্লাব বিপাকে

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৬ আগস্ট ২০২২, ১১:০৩

ইংল্যান্ডের ফুটবলে পঞ্চম স্তরে প্রতিদ্বন্দ্বিতা করা একটি ক্লাব সাউথএন্ড ইউনাইটেড। এসেক্সের সাউথএন্ড-অন-সি অঞ্চলে ক্লাবটির স্টেডিয়াম অবস্থিত। রুটস হল নামের স্টেডিয়ামের পশ্চিম পাশের গ্যালারির নাম ‘গিলবার্ট অ্যান্ড রোজ ওয়েস্ট স্ট্যান্ড’।  রিয়েল এস্টেট প্রতিষ্ঠান গিলবার্ট অ্যান্ড রোজের সঙ্গে স্পনসরশিপ চুক্তির কারণে এই নামে গ্যালারির নামকরণ করা হয়।


বিপত্তিটা হয়েছে ঠিক এই নামেই। ক্লাবটির গ্যালারির এই নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কারণ, ইংল্যান্ডের অন্যতম কুখ্যাত ‘সিরিয়াল কিলার’-এর নামের সঙ্গে গ্যালারির নামের মিল রয়েছে। এমন অবস্থায় সাউথএন্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই গ্যালারির নাম পাল্টানো হবে। ষাটের দশকে ব্রিটিশ নাগরিক রোজ ওয়েস্ট ও তার স্বামী ফ্রেড ওয়েস্ট গ্লুস্টারে নিজেদের বাসায় নৃশংস সব খুন করেন। দীর্ঘ ২০ বছর ধরে এই দম্পতি ঠিক কতগুলো খুন করেছেন, তার সঠিক হিসাব পাওয়া যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও