রাজধানীতে বাস কম, ভোগান্তি, টেকনিক্যাল থেকে ‘ফার্মগেট ২৫, গুলিস্তান ৪০'

প্রথম আলো ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ০৬ আগস্ট ২০২২, ১০:২৫

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে রাজধানীর সড়কে আজ শনিবার সকাল থেকে বাস চলাচল কম। যাত্রীরা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেই বাস পাচ্ছেন না৷ বাসে নির্ধারিত ভাড়ার চেয়েও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।


আজ শনিবার সকালে রাজধানীর মাজার রোড ও টেকনিক্যাল মোড়ে বাসের অপেক্ষায় যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেকক্ষণ পরে কোনো বাস আসলে তাতে হুমড়ি খেয়ে পরছিলেন যাত্রীরা৷ কিন্তু বাসগুলো আগে থেকেউ যাত্রীতে পূর্ণ। বাসের পাদানিতেও অনেক দাঁড়িয়ে ছিলেন।


সোহরাওয়ার্দী হাসপাতালে যাওয়ার জন্য গাবতলীর বাসা থেকে বের হয়েছেন ৭৩ বছরের জয়নাল আবেদীন। সঙ্গে স্ত্রী সাঁথী আকতার। বাসা থেকে টেকনিক্যাল মোড় পর্যন্ত রিকশায় এসেছেন৷ বাস পাচ্ছেন না। একটা বাসে দুজনের ভাড়া চেয়েছে ৬০ টাকা। বর্তমানে এই দূরত্বের সরকার নির্ধারিত ভাড়া জনপ্রতি ১০ টাকা৷


জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ডাক্তারকে কিছু টেস্টের রিপোর্ট দেখাতে যাব৷ বের হয়ে কী বিপদে পড়লাম। এক একজনের তিনগুণ ভাড়া চাচ্ছে বাসে। আর রাস্তায় বাসও নাই।


দীর্ঘ সময় পরে টেকনিক্যাল মোড়ে মিরপুর চিড়িয়াখানা থেকে সদরঘাট পথে চলাচলকারী তানজিল পরিবহনের একটি বাস আসে৷ আগে থেকে যাত্রী পাদানিতে দাঁড়ানো৷ তারপরও কয়েকজন ঠেলে-ধাক্কায় উঠে যান৷ চালকের সহকারী যাত্রীদের উদ্দেশে বলছিলেন, 'ফার্মগেট ২৫, গুলিস্তান ৪০'। গতকাল পর্যন্ত এই দূরত্বে ভাড়া নেওয়া হয়েছে ১৫ টাকা ও ২৫ টাকা৷


দিশারী পরিবহনের একজন কাউন্টার চেকার নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, প্রতিদিন এই পরিবহনের ৬০টি বাস চলে৷ আজকে চলছে ১০টি বাস৷ সরকার আগে বাস ভাড়া ঠিক না করে তেলের দাম বাড়ানোতেই সমস্যা। পাম্পে গিয়েও তেল পাওয়া যাচ্ছে না৷ আজকের মধ্যে ভাড়া ঠিক না করা হলে আগামীকাল রোববার বাসে বাসে যাত্রীদের সঙ্গে মারামারি লাগব৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও