‘গল্পটা করুণ, তবে অসাধারণ’

প্রথম আলো প্রকাশিত: ০৬ আগস্ট ২০২২, ০৮:১৬

১৯৮৮ সাল। প্রায় ৩৪ বছর আগের ঘটনা। তখন রাষ্ট্রক্ষমতায় ছিলেন জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ। সে বছরের ২৪ জানুয়ারি চট্টগ্রামের লালদীঘি ময়দানে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জনসভা ছিল। ওই দিন চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা স্বৈরাচারবিরোধী মিছিল নিয়ে জনসভায় পৌঁছে যান। কিন্তু সভা শেষ হওয়ার আগেই রক্তাক্ত হন মিছিলকারীরা। পুলিশ বিনা উসকানিতে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই মারা যান কয়েকজন। তাঁদের মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানও ছিলেন।


ইতিহাসে ঘটনাটি ‘চট্টগ্রাম গণহত্যা’ হিসেবে পরিচিত। ঘটনার ওই দৃশ্য উঠে এসেছে সাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরীর গল্পে। আর সে গল্প থেকেই চলচ্চিত্র নির্মাণ করেছেন শিক্ষক ও চলচ্চিত্র পরিচালক পংকজ পালিত। তবে চলচ্চিত্রে শুধু জনসভার দৃশ্যপটটিই নয়, ধরা পড়েছে গল্পের আরও নানা দিক। ছবিতে স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ সন্তানকে সামনে রেখে মুক্তিযোদ্ধা বাবার স্মৃতিসূত্রে উঠে আসে ১৯৭১।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও