কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশের সঙ্গে জলবিদ্যুৎ, বাণিজ্য ও পর্যটন সহযোগিতা দৃঢ় করার আশা নেপালের

বাংলাদেশের সঙ্গে জলবিদ্যুৎ, পর্যটন, শিক্ষা, আইসিটি, বাণিজ্য খাতে সহযোগিতা আরও সুসংহত করার আশা প্রকাশ করেছে নেপাল।

বাংলাদেশে সফররত নেপালের ৮ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল আজ শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে এ আশা প্রকাশ করেন।


প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নেপালের ফেডারেল পার্লামেন্টের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির চেয়ারপারসন পবিত্র নিরুওলা খারেল।ঢাকায় নেপাল দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রতিনিধি দলের বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা গড়ে তোলা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সুসংহত করার বিষয়ে আলোচনা হয়।

পবিত্র নিরুওলা খারেল দুই দেশের মধ্যে সংসদীয় পর্যায়ের আদান-প্রদান বাড়ানোর ওপর জোর দেন।তিনি বলেন, জলবিদ্যুৎ, বাণিজ্য ও পর্যটন খাতে সহযোগিতা ত্বরান্বিত করা হলে দুই দেশই লাভবান হতে পারে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে সমর্থন করায় নেপালের নেতৃত্ব ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি জানান, নেপালসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে তার সরকার অত্যন্ত গুরুত্ব দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন