তামিমের বিদায়ের পর লিটনের ফিফটি
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনারের কল্যাণে শুভ সূচনা পায় বাংলাদেশ দল। আর ফিফটিরও দেখা পান তামিম। আর এরপরই ফিরলেন সাজঘরে। এর কিছুক্ষণ পরেই অর্ধশতকের দেখা পেলেন আরেক ওপেনার লিটন কুমার দাস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলেছে সফরকারীরা।
এখন ৬৭ রানে লিটন কুমার দাস ও ১৪ রানে এনামুল হক বিজয় অপরাজিত রয়েছেন। হারারে ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান জিম্বাবুয়ের অধিনায়ক রেগিস চাকাভা। টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পায় বাংলাদেশ দল। ওপেনিং জুটিতে আসে ১১৯ রান। ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ ৬৪ রানে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। তার বিদায়ের কিছুক্ষণ পরেই নিজের ফিফটি পূর্ণ করেছেন আরেক ওপেনার লিটন কুমার দাস।
এনামুল হক বিজয়কে সঙ্গে নিয়ে দলীয় স্কোর বাড়িয়ে নিচ্ছেন তিনি। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ে একাদশ: রায়ান বার্ল, রেগিস চাকাভা (অধিনায়ক), লুক জঙউই, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধভের, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা ও মিল্টন শুম্বা।