কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জোরেশোরে গ্যাস অনুসন্ধানের কোনো বিকল্প নেই’

প্রথম আলো এফবিসিসিআই ভবন, মতিঝিল প্রকাশিত: ০৫ আগস্ট ২০২২, ১২:১৭

দেশে গ্যাসের উৎপাদন কমেছে, বেড়েছে আমদানিনির্ভরতা। আর তাতেই গ্যাসসংকট বড় আকার ধারণ করেছে। জ্বালানি বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ইজাজ হোসেন এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘সংকট সমাধানে এখনই উদ্যোগী না হলে দেশ দীর্ঘমেয়াদি সংকটে পড়বে। এ জন্য আমাদের সামনে জোরেশোরে গ্যাস অনুসন্ধানের কোনো বিকল্প নেই।’


শিল্প খাতে টেকসই উন্নয়নের জন্য জ্বালানি নিরাপত্তাবিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এ সেমিনারের আয়োজন করে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন ও জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাসেম খান প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও