সামান আলী চাচার সঙ্গে দেখা হলো, ফেসবুকে মিম

প্রথম আলো স্টার সিনেপ্লেক্স প্রকাশিত: ০৫ আগস্ট ২০২২, ১০:১২

কথা রেখেছেন ‘পরাণ’ সিনেমার শিল্পীরা। বৃহস্পতিবার লুঙ্গি পরে সিনেমা দেখতে আসা প্রবীণ সামান আলী সরকারের সঙ্গে দেখা করেছেন তাঁরা। এদিন সন্ধ্যায় সামানী আলী তাঁর পরিবারসহ স্টার সিনেপ্লেক্সের মিরপুর সনি স্কয়ার শাখায় ‘পরাণ’ ছবিটি দেখছেন। এ সময় সেখানে উপস্থিত হয়েছেন ‘পরাণ’ সিনেমার অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজসহ কয়েকজন।


নিজের অভিজ্ঞতা জানিয়ে ফেসবুকে মিম লিখেছেন, ‘সামান আলী সরকার চাচার সঙ্গে দেখা হলো। একদম সাদাসিধে একজন মানুষ, ভালো মনের মানুষ। “পরাণ” নিয়ে চাচার উচ্ছ্বাস আমাকে ছুঁয়ে গেছে। সিনেপ্লেক্সকেও ধন্যবাদ ভুল–বোঝাবুঝির এতটা দ্রুত অবসান করায়। “পরাণ” জনমানুষের সিনেমা। “পরাণ” নিয়ে সবার এত উচ্ছ্বাস, আবেগ, দেখতে ভীষণ ভালো লাগছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও