কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মার্কিন বাস্কেটবল তারকাকে ৯ বছরের কারাদণ্ড দিল রাশিয়ার আদালত

ডেইলি বাংলাদেশ রাশিয়া প্রকাশিত: ০৫ আগস্ট ২০২২, ০৯:১৭

মাদক মামলায় মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনারকে নয় বছরের কারাদণ্ড দিয়েছেন রাশিয়ার একটি আদালত। এ সময় ৩১ বছরের এ তারকা আদালতকে বলেন, ‘সৎ ভুল’ হয়েছে তার। দুইবার অলিম্পিক গোল্ড মেডেল অর্জন করেন ব্রিটনি গ্রাইনার। এরপর থেকে তাকে বিশ্বের অন্যতম সেরা বাস্কেটবল খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়।


বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে মস্কোর কাছের একটি বিমানবন্দর থেকে আটক হন ব্রিটনি গ্রাইনার। ঐ সময়ে তার লাগেজে গাঁজার তেল থাকা একটি ভেপ কার্টিজ পাওয়া যায়। যুক্তরাষ্ট্রে মৌসুম না থাকায় রাশিয়ায় ক্লাবে বাস্কেটবল খেলতে যান তিনি। এর কয়েক দিনের মাথায় ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। আর তার মামলাটি নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতার বিষয় হয়ে ওঠে। রুশ আদালতের দণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র ও রাশিয়া বর্তমানে সম্ভাব্য বন্দি বিনিময় নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও