সেই বাসে ১০ জন টিকিটবিহীন যাত্রী ওঠানো হয়

ঢাকা পোষ্ট পাবনা সদর প্রকাশিত: ০৫ আগস্ট ২০২২, ০৮:২১

কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জগামী ঈগল পরিবহনের বাসটির মালিক সোলায়মান হকের বাড়ি পাবনা সদর উপজেলায়। ওই বাসের এক সাবেক সুপারভাইজারের বাড়িও পাবনায়। গত মঙ্গলবার (২ আগস্ট) রাতের ঘটনায় ধর্ষণের শিকার নারী বাসটির ওই সাবেক সুপারভাইজারের স্ত্রী। বিয়ের সাত দিনের মাথায় তাদের বিচ্ছেদ হলেও তার হেলপার ও বর্তমান সুপারভাইজার রাব্বি হোসেনের সঙ্গে ওই নারীর পরিচয় রয়েছে। 


টাঙ্গাইলে ঈগল পরিবহনের বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় বাসটির মালিক সোলায়মান হক এবং  সাবেক সুপারভাইজারের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। 


বাসটির চালক মনিরুল ইসলামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়ার প্যারাকপুরে। সুপারভাইজার রাব্বি হোসেন পাবনার রাধানগরের যুগিপাড়া এবং হেলপার দুলাল মিয়া পাবনা সদর উপজেলার মালিগাছার টেবুনিয়ার সিট গোডাউন এলাকার বাসিন্দা। ওই নারী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও